বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শরীয়তপুরের নবাগত ডিসির সঙ্গে ডামুড্যা সুধীজনদের মতবিনিময় 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

শরীয়তপুরের নবাগত ডিসির সঙ্গে ডামুড্যা সুধীজনদের মতবিনিময় 

শরীয়তপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন ডামুড্যা উপজেলার সব কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডামুড্যা ইউএনও মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী  কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহালম সিদ্দিকী, ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, শরীয়তপুর জেলা জামায়াতে সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিরা, শিক্ষক ও সুশীল সমাজের নেতারা।

সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে ডামুড্যা  উপজেলার চলমান সমস্যাগুলি তুলে ধরেন।  মাদক সমস্যার বিস্তার এবং অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। 

সব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান। 

টিএইচ